Daily
বি পি এন ডেস্ক: আগামীকাল থেকে পুনেতে মিনি লক ডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। জারি করা হল বারো ঘণ্টার নাইট কার্ফু। সন্ধ্যে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফের থমকে যেতে চলেছে পুনে শহর। আপাতত আগামী এক সপ্তাহ বহাল থাকবে এই কার্ফু। তারপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
এই এক সপ্তাহ বন্ধ রাখা হবে সমস্ত ধরণের বার, হোটেল এবং রেস্তরাঁ। একমাত্র হোম ডেলিভারির পরিষেবাই পাওয়া যাবে। বন্ধ রাখা হবে সব ধরণের অনুষ্ঠান। একমাত্র শবযাত্রা এবং বিবাহের অনুষ্ঠানে ছাড় দেওয়া হয়েছে। শবযাত্রার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ২০ জন এবং বিবাহের অনুষ্ঠানে ৫০ জন। এর পাশাপাশি বন্ধ রাখা হবে সমস্ত ধর্মীয় স্থানগুলি। এবং স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত।
করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩,১৮৩ জন। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৬৭,৮৯৭। পুনেতে গত বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,০১১ জন।
সংক্রমণের এমন বাড়বাড়ন্ত স্বাভাবিক ভাবেই উদ্বেগে রেখেছে উদ্ধব প্রশাসনকে। যেদিকে সংক্রমণের অভিমুখ, তাতে কড়া পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি হয়ত আরও খারাপের দিকে এগোবে। মহারাষ্ট্রের প্রত্যেকটি মানুষকে সরকারের তরফ থেকে সহযোগিতার আশ্বাস চাওয়া হয়েছে। কঠিন পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছে প্রশাসন।