Daily

পরপর ৬ সপ্তাহ ভারতীয় ব্যবসায়িক কার্যকলাপ থাকল মোটের ওপর তুঙ্গে। গত বছর করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর ব্যবসায়িক ক্রিয়াকলাপ যেভাবে হোঁচট খেয়েছিল, তার চেয়ে অনেকটাই স্বস্তিদায়ক জায়গায় রয়েছে বর্তমান ভারতীয় ব্যবসা। এমনটাই জানাল নোমুরা।
নোমুরা ইন্ডিয়া বিজনেস রিসাম্পশন ইনডেক্স ৪ জুলাইয়ের শেষে গ্যালোপিং লাফ দিয়ে পৌঁছয় ৯১.৩-এ। গত সপ্তাহে এই সূচক ছিল ৮৬.৩-এ। গত সোমবার সূচক উত্থানের খবরে শিলমোহর দেয় নোমুরা। নোমুরার চিফ ইন্ডিয়ান ইকোনমিস্ট সোনাল ভার্মা জানিয়েছেন, এনআইবিআরআইয়ের সূচক করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেই অনেকটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তারপরেই ব্যপকভাবে ধাক্কা খেয়ে সূচক নেমে আসে ৬০-এরও নিচে। কিন্তু আবার সূচক উঠতে শুরু করেছে এবং পৌঁছে গিয়েছে ৯১-এর ওপর। যা নিঃসন্দেহে ভারতীয় ব্যবসায়িক ক্রিয়াকলাপের জন্য যথেষ্ট আশার বার্তাই নিয়ে আসছে।
জুন মাস থেকেই ট্রেড, ই-ওয়ে বিল, গাড়ি এবং ডিজেলের বিক্রি ব্যপকহারে বাড়তে শুরু করে মে মাস থেকে। যা অনেকটাই স্বস্তির খবর বলে জানা গিয়েছে। ব্যবসার চাকা মসৃণ গতিতে ঘুরতে শুরু করার অন্যতম কারণ হিসেবে জানানো হচ্ছে, গোটা দেশ জুড়েই টিকাকরণে যথেষ্ট গতি এসেছে এবং অগাস্ট মাসের শেষে এই গতি আরও অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও তৃতীয় ঢেউয়ের কারণে আবারও অনিশ্চয়তার মেঘ ব্যবসায়িক মহলে ঘনীভূত হচ্ছে, কিন্তু নোমুরা তবু আশাবাদী। ব্যবসায়িক কার্যকলাপে আর তেমন ধাক্কা লাগবে না।
ব্যুরো রিপোর্ট