Jobs

কেন্দ্রীয় সংস্থা এন.এইচ.পি.সি লিমিটেড চাকরির ক্ষেত্রে দিচ্ছে এক সুবর্ণ সুযোগ। মোট ৩৮৭ টি পদে বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে দরখাস্ত করে ফেলুন ।
কারা কোন পদের জন্য যোগ্য –ঃ
১) জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল)
শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম ৬০% নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে।(তপশিলী ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৫০% নম্বর)
মূল বেতন-২৯,৬০০-১,১৯,৫০ টাকা
শূন্য পদ -১৪৯ টি (জেনা -৬০, তঃপঃ-২২, তঃউঃজাঃ-১১, ও.বি.সি.-42, ই.ডবলু.এস-14)
২) জুনিয়ার ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম ৬০% নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। (তপশিলী ও প্রতিবন্ধী হোলে ৫০% নম্বর)
মূল বেতন -২৯৬০০-১,১৯,৫০০ টাকা
শূন্য পদ -৭৪ টি (জেনা – ৩০, তঃজাঃ-১১, তঃউঃজাঃ-৭, ও.বি.সি-18, ই.ডবলু.এস-7)
3)জুনিয়ার ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল )
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৬০% নম্বর নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ কোরতে হবে।(তপশিলী ও প্রতিবন্ধী হোলে ৫০% নম্বর)
মূল বেতন-২৯৬০০-১,১৯,৫০০ টাকা
শূন্য পদ-৬৩ টি ( জেনা -২৭, তঃজাঃ-৯, তঃউঃজাঃ-৪, ও.বি.সি-১৮ ই.ডবলু.এস-5)
জুনিয়ার ইঞ্জিনিয়ার ( ই এন্ড সি )
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৬০% নম্বর নিয়ে ইলেক্ট্রনিক্স এণ্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ করতে হবে।( তপশিলী ও প্রতিবন্ধী হোলে ৫০% নম্বর )
মূল বেতন – ২৯৬০০-১,১৯,৫০০ টাকা
শূন্য পদ-১০টি (জেনা-৬, তঃজাঃ-১, ও.বি.সি-2, ই.ডবলু.এস-১)
সুপারভাইজার (আই টি)
শিক্ষাগত যোগ্যতা-যে কোন শাখার গ্র্যাজুয়েট রা ডোএক থেকে এ লেভেল অন্তত ৫০% নম্বর নিয়ে পাশ করলে বা কম্পিউটার সায়েন্স বা আই.টি র ডিপ্লোমা কোর্স অন্তত ৬০% নম্বর নিয়ে পাশ করলে বা বি.সি.এ / বি.এস.সি (কম্পিউটার সায়েন্স/ আই.টী) কোর্স অন্তত ৬০% নম্বর নিয়ে পাশ করলে আবেদন করার যোগ্য।
মূল বেতন ২৯৬০০-১,১৯,৫০০ টাকা
শূন্য পদ -৯ টি ( জেনা -৬, তঃজাঃ-১, ও.বি.সি-২)
৩০ শে জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ।প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.nhpcindia.com এ।
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ