Jobs

চাকরিতে এক অভাবনীয় সুযোগ দিচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ডেপুটি ম্যানেজার পদে ৫০ জন লোক নেওয়া হচ্ছে। তাই আর দেরি নয়।সময় থাকতে দরখাস্ত করে ফেলুন।
শিক্ষাগত যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশ
বয়সঃ ৩০ বছরের মধ্যে (তপশিলী রা ৫ বছর ও ও.বি.সি রা ৩ বছর ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে)
মূল মাইনেঃ ১৫৬০০-৩৯১০০ টাকা ও গ্রেড পে ৫,৪০০ টাকা
শূন্য পদঃ ৫০ টি ( জেনাঃ ৩৩, ও.বি.সিঃ ১১,তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ই ডবলু এসঃ ১)
৩০ শে জুনের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটেঃ www.nhai.gov.in
এর জন্য বৈধ একটি ই-মেল আই ডি থাকা বাঞ্ছনীয়।
এছাড়া পাসপোর্ট মাপের ফোটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আর গেট এর স্কোর কার্ড স্ক্যান করে নেবেন। ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।আরও বিস্তারিত জানতে ক্লিক করুন ওপরের ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ