Daily

করোনা অতিমারির দৌরাত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার মুখে এখন বড়ো একটা জিজ্ঞাসাচিহ্ন। আইপিএল ভিনদেশে অনুষ্ঠিত করতে রাজি হলেও বিশ্বকাপের ক্ষেত্রে এখনো দ্বিধায় ভারত। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা এখনো ভারতেই বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছেন। তারা মনে করছে করোনা সংক্রমণের সঙ্গে লড়ে ভারতেই আয়োজন করা সম্ভব এবারের বিশ্বকাপ। তবে এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
ভারতের বিদ্ধস্ত অবস্থায় এ বছর আর ভারতে আইপিএল বা বিশ্বকাপ হওয়ার কোনো সম্ভাবনা দেখছিলেন না কেউ। আইপিএল অন্য কোনো ভেন্যুতে করা গেলেও পরবর্তী বিশ্বকাপ আয়োজনের অধিকার অস্ট্রেলিয়ার কাছ থেকে আদায় করে নেওয়া ভারত বিশ্বকাপ অন্য কোথাও আয়োজন করতে চাইছে না। যদিও আট দলের আইপিএলের খেলোয়াড় ও স্টাফদের জৈব সুরক্ষাবলয়ে রেখেও নিরাপদে আইপিএল শেষ করা যায়নি। কিন্তু ১৬ দলের বিশ্বকাপের ক্ষেত্রে এই পন্থায় ভরসা করছে বিসিসিআই।
ধীরে ধীরে সেরে উঠছে ভারত। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদী হয়ে উঠছেন বিশ্বকাপের যেহেতু এখনো চার মাস বাকি, এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে।
যদিও আরও এক মাস তাঁরা পরিস্থিতি বুঝবেন। এরপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
ব্যুরো রিপোর্ট