Daily

পরতে পরতে রয়েছে রহস্য। যত খুলছে একেকটা স্তর, ততই চমকে উঠছে পুলিশ প্রশাসন। আন্তর্জাতিক চোরাচালানকারী, অস্ত্র পাচারকারী, মাদক ব্যবসায়ী পাঞ্জাবের দুই কুখ্যাত অপরাধী নিহত হয়েছে পুলিশের গুলিতে। এরপর রহস্যের পর্দা ফাঁস করতে গিয়ে চোখ কপালে উঠছে তদন্তকারী অফিসারদের। প্রশ্ন উঠছে, পাঞ্জাবের এই দুই অপরাধী জয়পাল সিং ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়ার সঙ্গে কি তবে পাকিস্তানের যোগসূত্র রয়েছে? আবাসনের ঐ ঘরে তল্লাশি চালিয়ে এমন সন্দেহই আরও গেড়ে বসছে অফিসারদের মনে।
তদন্তকারী অফিসারদের মতে, ফ্ল্যাটের আলমারিতে জামাকাপড়ের প্লাস্টিকের ওপর উর্দু ভাষায় লেখা আছে পাকিস্তানের ঠিকানা। লেখা রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কয়েকটি দোকানের নাম। এমনকি যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তার মধ্যে রয়েছে ‘মেড ইন পাকিস্তান’ লেখা রাইফেল। সব মিলিয়ে মনে করা হচ্ছে পাকিস্তান অস্ত্র পাচারকারীদের কাছ থেকেই এদের কাছে আসে পাকিস্তানের রিভলভার। তবে তারা পাকিস্তানে যাতায়াত করত কিনা বা কোন যোগসূত্র ছিল কিনা সেই ব্যপারে শুরু হয়েছে জোর তদন্ত।
ব্যুরো রিপোর্ট