Daily

আমরা সকলেই যেই দিনটার স্বপ্ন দেখি ভীষণরকম, আজ সেই দিন নিউ ইয়র্কের। গতবছর করোনার প্রকোপে যে শহরটা একেবারে পঙ্গু হয়ে গিয়েছিল, আজ সেই শহরেই আর পড়তে হবে না মাস্ক, ৬ ফিটের দুরত্ববিধিও মানতে হবে না সেখানে। এত হতাশার মধ্যেও এই খবর গুলো সত্যিই স্বস্তি দেয়। হোক না সে সাত সমুদ্র তেরো নদী পাড়ের শহর, লড়াইটা তো আমাদের সকলকে একসাথেই লড়তে হয়েছে।
এ এক নতুন সকাল। সমস্ত কোভিড বিধি উঠে গিয়ে নিউ ইয়র্কে স্বাভাবিক ছন্দে খুললো হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল। মঙ্গলবার ঘোষণা করে দিলেন গভর্নর অ্যান্ড্রিউ কুয়োমো। সেলিব্রেশন তো হতেই হবে! বাজি পুড়িয়ে উদযাপন করলো নিউ ইয়র্কবাসী। কারণ নিউ ইয়র্কে প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশেরই টিকার অন্তত একটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তাই কোভিড বিধি প্রত্যাহার করা হল সেখানে। তবে যাঁদের টিকার একটি ডোজও নেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে শুধুমাত্র কোভিডবিধি প্রযোজ্য।
স্বাভাবিক ছন্দে ব্যবসা-বাণিজ্য, অফিস, কলেজ, বাজার, দোকান সবকিছু। এতদিন সিনেমা হলে মোট আসনের ৩৩ শতাংশ দর্শক ঢুকতে পারতেন। জিমেও ৩৩ শতাংশ লোক ঢোকার অনুমতি ছিল। এখন তার, আর নেই দরকার। শুধু মার্কিন সেন্টারস ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর জারি করা বিধি মানতে হবে নিউ ইয়র্কের অধিবাসীদের।
ব্যুরো রিপোর্ট