Daily

শুক্রবার প্রকাশ্যে এল বাংলা ছবি ‘মুক্তি’র ট্রেলার। ইংরেজ আমলে ফুটবল খেলায় ইংরেজদের হারিয়ে প্রকৃত মুক্তির অর্থ বোঝাতেই তৈরি এই সিনেমা। পরাধীন ভারতে মেদিনীপুর জেলের কিছু বন্দিদের নিয়ে তৈরি এই সিনেমা মুক্তি পাবে Zee5 প্লাটফর্ম থেকে। ছবিটির পরিচালনায় রোহন ঘোষ এবং অভিনয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, দ্বিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকারের মতো অভিনেতারা।
১৯৩১ সালের কাহিনিকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়েছে। জেলার রামকিঙ্করের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী । তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দ্বিতিপ্রিয়া রায়। এই প্রথমবার ঋত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন দ্বিতিপ্রিয়া। সিরিজে বিপ্লবীর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও সুদীপ সরকার। স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি ব্যক্তিগত মূল্যবোধের কথাও এই সিরিজে তুলে ধরা হয়েছে । আসন্ন প্রজাতন্ত্র দিবসের দিন থেকেই Zee5 প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।
কথাতেই আছে ফুটবলপ্রেমী বাঙালী। তা নিয়ে সিনেমাও হয়েছে প্রচুর। ‘ধন্নি মেয়ে’, ‘গোলন্দাজ’। কিছুদিন আগেই গোলন্দাজ ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব। তবে ঋত্বিক, অর্জুন, দ্বিতিপ্রিয়াদের এই সিরিজ যে একটু অন্য স্বাদের হতে চলেছে তা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ট্রেলারে প্রত্যেকটি চরিত্রের নিজস্ব স্বাধীনতার লড়াইয়ের কাহিনিই ফুটিয়ে তোলা হয়েছে।
ব্যুরো রিপোর্ট