Daily

‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন’। এই বিশাল ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে কোথায় কি রয়েছে,সেটা জ্যোতির্বিজ্ঞানীদের কাছেই এখনও রহস্যময়। রহস্য – কৌতূহল – উন্মোচন। কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে। ধুলোর আস্তরণের আড়াল থেকে উঁকি মারছে নতুন দুই ছায়াপথ।
সম্প্রতি রেডিয়ো তরঙ্গের সাহায্যে দুটো ‘অদৃশ্য’ ছায়াপথ বা গ্যালাক্সির সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ধুলোর আস্তরণের আড়ালে থাকার কারণেই এতদিন নজরে আসেনি তারা। জ্যোতির্বিজ্ঞানীরা ইতিমধ্যেই এই দুই ছায়াপথের নামকরণ করেছেন- নাম দেওয়া হয়েছে REBELS-12-2 এবং REBELS-29-2। বলা হয়েছে, ছায়াপথ আবিষ্কারের ইতিহাসে এই দুটিই নাকি সবচেয়ে দূরে থাকা ছায়াপথ। পৃথিবীপৃষ্ঠ থেকে এদের দূরত্ব কত জানেন? এই দুটি গ্যালাক্সির দূরত্ব প্রায় ২৯ বিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ ওদের থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগবে ১৩ বিলিয়ন বছর।
প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড। যার জেরে পৃথিবী থেকে এতটা দূরে রয়েছে এই দুই নতুন ছায়াপথ। তবে এই দুটিই নয়। এই ব্রহ্মাণ্ডে আমাদের অজানা কত না ছায়াপথ রয়েছে। যা আজও আবিষ্কারের অতীত। তবে লাগাতার গবেষণায় লেগে রয়েছেন জ্যোতির্বজ্ঞানীরা। এরকম ধুলোর আস্তরণের আড়ালে লুকিয়ে থাকা অজানা ছায়াপথের খোঁজ তাদের জারি।
ব্যুরো রিপোর্ট