Daily

অনলাইনে ফুড অর্ডার করেন নিশ্চয়ই? নতুন বছর থেকে কিন্তু আসতে চলেছে নতুন ধামাকা। তবে কি অনলাইনে খাবার খেতে হলে গুনতে হবে অতিরিক্ত কর? অনলাইন ফুড ডেলিভারী সংস্থাগুলির উপর ধার্য করা হচ্ছে নতুন কর। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন এই ট্যাক্স কার্যকরী হবে২০২০- এর জানুয়ারি থেকেই।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫% কর আরোপ করা হলো জোম্যাটো বা সুইগির মত অনলাইন ফুড ডেলিভারী সংস্থার উপর। বহুদিন ধরে খাদ্য সরববার অ্যাপের পরিষেবাগুলোকে জিএসটি-র আওতায় আনার দাবি ছিল। যা এবার অনুমোদন পেল। ফলে এবার খাবার অর্ডার করতে গেলে বাড়তি টাকা দিতে হবে গ্রাহকদের। এবার থেকে অ্যাপ সংস্থাগুলো রেস্তোরাঁর মতো ইনপুট ট্যাক্স ক্রেডিট সুবিধা থেকে বঞ্চিত থাকবে।
যদিও এই বাড়তি করের দায়ভার ক্রেতাদের উপর চাপবে না বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। কিন্তু সকলেরই অনুমান এই ট্যাক্সের টাকা কোনও না কোনও আকারে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করার বাতাবরণ পাওয়া যাচ্ছে ফুড ডেলিভারি সংস্থাগুলোর তরফে। ফলে এবার হয়তো বাড়তি টাকা গুনতে হতে পারে গ্রাহককে।
ব্যুরো রিপোর্ট