Daily

করোনার টিকা নিলে, পাবেন পুরস্কার! গুজব মানুষকে সবচেয়ে তাড়াতাড়ি বিভ্রান্ত করে। আর সেই গুজবের বশেই টিকা নিতে গড় রাজী গ্রামবাসীরা। তাই গ্রামবাসীকে টিকা দিতে উৎসাহিত করতে অভিনব পন্থাকে হাতিয়ার করলো থাইল্যান্ডের কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রে খবর,গত শুক্রবার করোনার টিকা নিতে মানুষকে উৎসাহী করে তুলতে গরু পুরস্কার দেবার কথা ঘোষণা করেন উত্তর থাইল্যান্ডের মায়ে শায়েম জেলার কর্তৃপক্ষ। টিকা গ্রহণকারীদের মধ্য থেকে র্যাফল ড্রয়ের মাধ্যমে ওই ব্যক্তিকে নির্বাচিত করা হবে। বিজেতা পেয়ে যাবেন ১০ হাজার বাথ (বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার টাকা) মূল্যের একটি গরু।
বার্তা সংস্থা রয়টার্সকে জেলাপ্রধান বুনল্যু থামথারানুরাক বলেন, পুরস্কারের ঘোষণা আসার পর টিকার জন্য নিবন্ধনের সংখ্যা বেড়েছে লক্ষণীয় ভাবে। গ্রামবাসীর কাছে গরু অত্যাধিক পছন্দের, কারণ গরু বিক্রি করে মেলে নগদ অর্থ। ইতিমধ্যেই বয়স ষাটোর্ধ্বসহ প্রায় চার হাজারের বেশি মানুষ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করে ফেলেছেন। আগামী ৭ জুন শুরু হবে টিকাকরণ পদ্ধতি।
থাইল্যান্ডে এখন পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার মানুষ করোনার টিকা নিয়েছেন। অভিনব এই পন্থা গণটিকাকরণে কতটা সাফল্য আনতে পারে এখন সেদিকেই নজর বিশ্ববাসীর।
ব্যুরো রিপোর্ট