Daily

১০ কোটি বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেরাত এরা অন্যান্য ডাইনোসরদের সঙ্গে। কিন্তু জুরাসিক পার্ক সিনেমায় তারা উধাও। কারণ, এই প্রজাতির ডাইনোসর যে আছে তার কোন খবরই পাওয়া যায়নি ততদিন। বলা হচ্ছে, এই বিশাল আকৃতির ডাইনোসরের বিচরণের জায়গা ছিল অস্ট্রেলিয়া। কারণ, এক বৃহদাকার হাড়ের সন্ধান পাওয়ার পর এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের ধারণা, এই ডাইনোসর আসলে ছিল টাইটানোসর প্রজাতির। বিজ্ঞানীরা এর নাম রেখেছেন কুপার।
জানা গিয়েছে, এই অস্ট্রালোটাইটান কুপারেনসিসদের আকৃতি ছিল দৈত্যের মত। এরা উচ্চতায় ছিল প্রায় ২১ ফুট লম্বা এবং দৈর্ঘ্যে ছিল ৮২-৯৮ ফুট। এরোমাঙ্গা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কর্তা রবিন ম্যাকেঞ্জি জানিয়েছেন, ডাইনোসরের যেসকল অঙ্গ সংরক্ষণ করা হয়েছে তাদের মধ্যে এরা হচ্ছে প্রথম পাঁচ দীর্ঘাকৃতির মধ্যে একটি।
উল্লেখ্য, ২০০৬ সালে ম্যাকেঞ্জির ফ্যামিলি ফার্ম থেকে ১ হাজার কিলোমিটার দূরে এই হাড়ের সন্ধান পাওয়া যায়। কিন্তু বিজ্ঞানীরা প্রকাশ্যে এনেছিলেন ২০০৭ সালে। এবং এই ডাইনোসরের নামকরণ করা হল সম্প্রতি। যদিও অস্ট্রালোটাইটান কুপারেনসিস নামক ডাইনোসরের এই নতুন প্রজাতি সম্পর্কে নিশ্চিত করা বিজ্ঞানীদের কাছে অত্যন্ত পরিশ্রমসাধ্য কাজ ছিল। অবশেষে এলো সাফল্য। তবে বিজ্ঞানীরা বলছেন, এই প্রজাতির বিষয়ে জানবার জন্য আরও গবেষণা প্রয়োজন।
ব্যুরো রিপোর্ট