Daily

করোনা পঙ্গু করেছে মানুষকে। পাশাপাশি বিপর্যস্ত হয়েছে অর্থনীতি ও চিকিৎসাব্যবস্থা। মধ্যবিত্তের পীঠ থেকেছে দেওয়ালে। যদিও করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে দেশবাসী। আরো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
গ্রাহকদের পাশে দাঁড়াতে নতুন ঘোষণা করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। করোনা চিকিৎসার জন্য গ্রাহকদের নিজের বা পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোভিড পার্সোনাল লোন দেবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকটি। কোনও বন্ধক ছাড়াই। এই ঋণ প্রকল্পের নাম রাখা হয়েছে ‘কবচ পার্সোনাল লোন’। বিবৃতিতে জানানো হয়েছে, গ্রাহকদের মধ্যে থেকে যিনি এই ঋণ নেবেন, তিনি এবং তাঁর গোটা পরিবারও এর আওতায় থাকবে। এ ক্ষেত্রে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে আবেদনকারীকে। সুদের হার থাকছে ৮.৫ শতাংশ।
তবে কারা পাবেন এই ঋণ? ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে , স্যালারিড, নন-স্যালারিড, এমনকি পেনশনভোগীরাও এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। নতুন করে চিকিৎসার জন্য নয়, আগের করোনা চিকিৎসার জন্য যদি টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও এই ঋণ প্রকল্পের মাধ্যমে টাকা নেওয়া যাবে। সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে সুদ-সহ ঋণ শোধ করতে হবে।
ব্যুরো রিপোর্ট