Daily

বড়সড় বদল আসছে জিএসটির নিয়মে। আগামী ১লা এপ্রিল থেকেই এই নতুন নিয়ম মানতে হবে ব্যবসায়ীদের। সেন্ট্রাল বোর্ড অফ ইণ্ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস মারফত জানা গিয়েছে যে, নতুন নিয়ম অনুযায়ী ২০ কোটি টাকার বেশি টার্ন ওভারের ব্যবসাগুলিকে বিটুবি লেনদেনের জন্য তৈরি করতে হবে ইলেক্ট্রনিক চালান।
শুধু তাই নয়। এর চেয়েও বেশি সরবরাহকারী কম্পানিগুলিকে আগামী ১লা এপ্রিল থেকে কার্যকরভাবে ইনভয়েস বানাতে হবে। আর চালান যদি বৈধতামূলক না হয়, সেক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে। প্রাপকের দ্বারা ইনপুট ট্যাক্স ক্রেডিটও পাওয়া যাবে না সেক্ষেত্রে।
প্রসঙ্গত, গত বছর ১লা এপ্রিল নাগাদ ৫০ কোটি টাকার বেশি টার্নওভারের কোম্পানিগুলির বিটুবি লেনদেনের ক্ষেত্রে এই ইনভয়েস তৈরির নিয়ম চালু হয়েছিল। আর এবার ২০ কোটি টাকার বেশি টার্নওভারের ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ