Prime
Daily
কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রদবদল
By Business Prime News | July 10, 2021
Daily
কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বড়োসড়ো ঘোষণা। বেশ কিছু পরিবর্তন আনা হলো নিযুক্তিকরণের নিয়মে।
এখন থেকে শুধু মাত্র নেট পাশ করলেই আপনি আর অধ্যাপক হওয়ার সুযোগ পাচ্ছেন না। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ (NET) পাশ করার পাশাপাশি আপনাকে পিএইচডি ডিগ্রি পূরণ করা আবশ্যিক। ২০২১-২২ থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হবে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর।
নেট পাশ ব্যক্তিকে ইন্টারভিউতে ৮-১০ নম্বর দেওয়া হতো, আর পিএইচডি পাশ ব্যক্তিকে দেয়া হতো ৩০ নম্বর। নম্বরের সামঞ্জস্য ধরে রাখতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট