Daily

একে করোনায় রক্ষে নেই মিউকরমাইকোসিস দোসর। গবেষণায় সামনে এলো হাড়-হিম করা তথ্য। কোভিড-১৯–এ আক্রান্ত ডায়াবেটিক রোগীদের যাঁদের স্টেরয়েড দেওয়া হয়, তাঁদের মিউকরমাইকোসিস বা ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি, বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক রনদীপ গুলেরিয়া।
মিউকরমাইকোসিসের ‘স্পোর’ মাটি, বাতাস; এমনকি খাবারেও বিরাজমান। তবে মানবদেহে এর আক্রমণের ক্ষমতা কম। কোভিডের আগে এ সংক্রমণের ঘটনা ছিল খুবই কম। এখন কোভিডের কারণে ‘স্টেরয়েডের অপব্যবহারের’ ফলে সংক্রমণের বহর বেশ লক্ষণীয়।
সাইনাসের ব্যথা, এক নাক বন্ধ হয়ে যাওয়া, মাথার এক পাশে ব্যথা, দাঁতে ব্যথা ইত্যাদি ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণ শনাক্তের প্রাথমিক লক্ষণ বলে জানায় ভারতের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। রনদীপ গুলেরিয়া বলেন, মিউকরমাইকোসিস আক্রমণ করতে পারে মুখে,নাকে, চোখে ও মস্তিষ্কে। বিরল কিন্তু প্রাণঘাতী এ ছত্রাক সংক্রমণে রোগী দৃষ্টিশক্তিও হারাতে পারেন। সংক্রমণ ছড়াতে পারে ফুসফুসেও।
কোভিডের ক্ষেত্রে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াজনিত দ্বিতীয় ধাপের সংক্রমণে মৃত্যু হয়েছে অনেকের। তাই হাসপাতালগুলোর প্রতি সংক্রমণ প্রতিরোধ প্রটোকল মেনে চলার আহ্বান জানান এআইআইএমএস প্রধান।
ব্যুরো রিপোর্ট