Daily

হ্যাঁ জানি যে আপনি ছোটবেলায় ভূগোলের বই থেকে মুখস্থ করেছিলেন যে পৃথিবীতে আছে সাতটি মহাদেশ আর চারটি মহাসাগর। কিন্তু মশাই, আপনার জ্ঞানের ঝুলিটা যে এবার একটু আপডেট করতে হবে। কারণ, পৃথিবীর মানচিত্রে এবার জুড়ে গেলো নতুন মহাসাগরের নাম। নাম সাদার্ন ওশান বা দক্ষিণ মহাসাগর।
অ্যান্টার্কটিকার চারপাশ ঘিরে রয়েছে এই মহাসাগরের জল। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের একেবারে দক্ষিণাংশের সঙ্গমস্থলে রয়েছে এর অস্তিত্ব। বিশ্বের খ্যাতনামা ও সুপরিচিত ম্যাপমেকিং গ্রুপ, ন্যাশনাল জিওগ্রাফিক আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে অবস্থিত এই পঞ্চম মহাসাগরের অস্তিত্বের কথা ঘোষণা করেছে। তিনটি সুবিশাল সাগরের এই সঙ্গমস্থল বরাবরই কৌতূহলের মধ্যে রেখেছে গবেষকদের। আর তাই এর অবস্থান নিয়েও রয়েছে দ্বিমত।
অস্ট্রেলিয়ার লোকজন আবার তাদের দক্ষিণের সমস্ত কিছুই দক্ষিণ সাগর হিসেবে বিবেচনা করে। আর সেই সত্যরহস্য উদঘাটনের জন্য ফরাসি অনুসন্ধানকারী ও পরিবেশবাদী জ্য-লুই এতিন একটি ভাসমান ল্যাব তৈরি করেছেন, নাম পোলার পড। এর কোনো মোটর নেই। এছাড়াও এটি অ্যান্টার্কটিকাকে প্রদক্ষিণ করতে ধীরে ধীরে জলে ভাসতে ভাসতে চলবে এবং ডেটা সংগ্রহ করবে। ২০২৪ সালের মধ্যে এই ল্যাব কাজ করা শুরু করে দেবে বলে জানা গিয়েছে।
তবে গবেষকদের ধারণা, ভ্রমণপিপাসুদের কাছে দক্ষিণ মহাসাগরে ভরমন কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পথ দুর্গম, তবে অসম্ভব নয়।
ব্যুরো রিপোর্ট