Daily

ঋণ খেলাপ আটকানোর জন্য নয়া নির্দেশিকা দেশের শীর্ষ আদালত তরফে। কোনও সংস্থা ব্যাঙ্ক থেকে ধার নেওয়ার সময় তার গ্যারান্টর হিসেবে যে ব্যক্তির নাম থাকবে, সংস্থাটি ধার শোধ করতে না-পেরে দেউলিয়া হলে নিষ্কৃতি নেই খেলাপি ঋণের গ্যারান্টর ব্যক্তিরও।
সংস্থা ঋণ খেলাপি হলে তার বিরুদ্ধে তো দেউলিয়া আইনে মামলা হবেই। একই সঙ্গে টাকা আদায়ের ওই প্রক্রিয়ায় দেউলিয়া আইনেই মামলা চলবে গ্যারান্টর হিসেবে নাম থাকা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও। বার্তা সুপ্রিম কোর্টের। এর ফলে আগামী দিনে কেউ কোনও ঋণে গ্যারান্টর হওয়ার আগেও দু’বার ভাববেন যা ভবিষ্যতে ঋণ খেলাপ আটকানোর অন্যতম জরুরি উপায় হবে বলে মনে করছে তারা। এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বরে একই কথা বলে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র।
কেন্দ্রের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে জমা পড়েছিল ৭৫টি আবেদন। গত শুক্রবার অন্যতম আবেদনকারী ললিত কুমার জৈনের করা মামলার প্রেক্ষিতেই রায় দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং এস রবীন্দ্র ভাটের বেঞ্চ।
ব্যুরো রিপোর্ট