Trending
হোয়াটস অ্যাপে অনলাইন না-দেখিয়েও চেক করা যাবে মেসেজ। গ্রুপ থেকে বেরিয়ে গেলে জানতে পারবেন না গ্রুপের অন্যান্য মেম্বাররা। সেক্ষেত্রে একমাত্র গ্রুপ মেম্বারদের পক্ষেই জানা সম্ভব, কে গ্রুপ থেকে এগজিট করেছেন, আর কে করেননি। যখন গোপনীয়তা রক্ষার জন্য হোয়াটস অ্যাপ এই নতুন ফিচারস ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে, তখন আবার নতুন একটি ফিচার নিয়ে হাজির হয়েছে ফেসবুক অধীনস্থ এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার স্ক্রিন শট ব্লক করার অপশন দিতে চলেছে হোয়াটস অ্যাপ।
একেবারে নতুন ফিচারটি নিয়ে এলে যে সকল মেসেজে ভিউ ওয়ানস সিলেক্ট করা হবে, সেই সকল মেসেজের স্ক্রিন শট ব্যবহার করা সম্ভব হবে না। মনে করা হচ্ছে, এর ফলে হোয়াটস অ্যাপে চ্যাটিং করার প্রক্রিয়াটা আরও অনেক সুরক্ষিত থাকবে। এই প্রাইভেসি ফিচারটি নিয়ে আসার অন্যতম কারণ হল, ৭২% মানুষ কথা বলার সময় চ্যাটিংয়ে সুরক্ষার বিষয়টি মাথায় রাখে। সেক্ষেত্রে অনলাইন চ্যাটিংয়ে বিশেষ সতর্কতা নেওয়ার কথা ভাবেন। আর যে কারণে এই বিষয়টিকে আরও গুরুত্ব দিতে চাইছে হোয়াটস অ্যাপ। আগে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সুরক্ষার বিষয়টা খুঁটিনাটি মাথাতে রাখলেও, হোয়াটস অ্যাপের ক্ষেত্রে সেটা হতে চলেছে অনেকটাই মজবুত।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ
কী নতুন ফিচার নিয়ে হাজির হল হোয়াটস অ্যাপ?
নতুন ফিচার্স নিয়ে হাজির হচ্ছে হোয়াটস অ্যাপ। স্ক্রিন শট ব্লক করার অপশন মিলতে পারে হোয়াটস অ্যাপে। খুব তাড়াতাড়ি মিলতে পারে এই নতুন ফিচার্স।