Market
বাজারে আসতে চলেছে ন্যানোর থেকেও ছোট গাড়ি। ওজন মাত্র ৫৩৫ কেজি। নতুন এই ইলেকট্রিক গাড়িটি তৈরি করছে সুইজারল্যান্ডের কোম্পানি মাইক্রো মবিলিটি সিস্টেম। আকারে ন্যানোর থেকে ছোট হলেও ইতিমধ্যেই এই গাড়ি নিয়ে বিশ্ব বাজারে হৈ চৈ পড়ে গিয়েছে। তার অন্যতম কারণ এই গাড়ির ফিচারস।
জানা গিয়েছে, এই গাড়িটি একবার চার্জেই দৌড়তে পারবে ২৩৫ কিলোমিটার পর্যন্ত। গাড়ির গতিবেগ ঘণ্টায় উঠবে ৯০ কিলোমিটার মতন। উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি এই গাড়িটির অধিকাংশ পার্টস আনা হয়েছে ইউরোপ থেকেই। গাড়িটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে ইতিমধ্যেই ৩০ হাজার অ্যাডভানস বুকিং হয়ে গিয়েছে গাড়িটির। সংস্থার সূত্রে জানানো হয়েছে, যেরকম রেসপন্স তারা পাচ্ছে তাতে বছরে ১০ হাজার গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। গাড়ির দাম রাখা হয়েছে ১৫,৩৪০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকা।