Trending

কিছুদিন ধরেই চোরের উৎপাতে আসানসোলের এক বড় অংশের মানুষের জীবন ওষ্ঠাগত। তাদের আনাগোনা এতটাই বেড়েছে যে বর্তমানে বাড়ি ছেড়ে যাবার কথা কেউ ভাবতেও পারছেন না। তাই সাধারণ মানুষকে রেহাই দিতে এবার নতুন একটি ডিভাইস নিয়ে হাজির হলেন রূপনারায়ণপুরের বাসিন্দা স্নেহাশীষ দে। তাঁর এই আবিষ্কারই ঘুম কেড়ে নেবে চোরেদের। কারণ চুরি করা আটকাতে নতুন এই ডিভাইসটির জুড়ি মেলা ভার।
রূপনারায়ণপুরের বাসিন্দা স্নেহাশীষ দে পেশায় ছিলেন সরকারি কর্মচারী। আগে ছিলেন পূর্ব রেলের উচ্চপদে। তাঁর শখ নিত্যনতুন ডিভাইস আবিষ্কারের। আর সেই আবিষ্কারের নেশাতেই বানিয়ে ফেলেছেন হোম সেফটি ডিভাইস। যা কম খরচে বাড়িতে ইনস্টল করে ফেলতে পারলেই দারুন অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়।
কিভাবে কাজ করবে এই ডিভাইস? তিনি বলেছেন, ডিভাইসটির সঙ্গে একটি সেলফোন যুক্ত করা থাকবে। যা ইনস্টল করা থাকবে বাড়ির দরজায়। ডিভাইসে থাকা মোবাইল ফোনটিতে বাড়ির কোন একজনের নাম্বার ডায়াল করা থাকবে। কেউ বাড়ির দরজা খুলে প্রবেশ করতে চাইলে সঙ্গে সঙ্গে ডিভাইসের সঙ্গে যুক্ত মোবাইলের ডায়াল লিস্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং বাড়ির সদস্যের মোবাইল নাম্বারে একটি অ্যালার্মিং কল ঢুকবে। যার ফলে সহজেই বোঝা যাবে যে বাড়িতে কেউ অনধিকার প্রবেশের চেষ্টা করছেন। ফলে সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের এবং পুলিশকে খবর দিতে পারবেন আপনি।
বর্তমানে স্নেহাশীষ বাবু ইতিমধ্যেই পেটেন্ট ফাইল করেছেন। জানিয়েছেন, বাজারে চলে এলে এর দাম পড়বে মাত্র ১ হাজার টাকা। ইনস্টলেশনের কোন খরচ থাকবেনা। শুধুমাত্র ডিভাইসটি বাড়ির দরজায় ইনস্টল করে দিতে হবে। স্নেহাশীষ বাবুর বক্তব্য, এই ডিভাইসটি বাড়ি বাড়ি ব্যবহার করা হলে সাফল্য আসতেও খুব একটা সময় লাগবে না।
ব্যুরো রিপোর্ট