Market

এবার বাংলাদেশ গ্রাহকদের জন্য সুখবর। বাংলাদেশ ব্যাঙ্ক ও রূপালী ব্যাঙ্ক লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হল নতুন চুক্তি। অটোমেটেড চালান সিস্টেম সেবা সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই দুই ব্যাঙ্কের মধ্যে। এই চুক্তির আওতায় অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহকরা রূপালী ব্যাঙ্কের সব শাখা ও উপ-শাখায় আয়কর, পাসপোর্ট ফি, ভ্যাট ও সরকারি অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাঙ্কের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাঙ্কের নির্বাহী পরিচালক নুরুন নাহার, বাংলাদেশ ব্যাঙ্কের হিসাব ও বাজেট বিভাগের মহাব্যবস্থাপক ফোরকান হোসেন ও রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এই চুক্তির ফলে রূপালী ব্যাঙ্কের যে কোন শাখা থেকে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি সহজেই পরিশোধ করা যাবে।
ব্যুরো রিপোর্ট