Story
রাজ্যের শিল্পায়নে নবজোয়ার। কমবে বেকারত্ব। তৈরি হবে প্রচুর কর্মসংস্থান। বিনিয়োগ এসেছে ২০০ কোটি টাকার। পাণ্ডবেশ্বরের বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বাঁশগড়ায় উদ্বোধন হল নতুন কেমিক্যাল ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি। উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
রাজ্যের জন্য বিপুল বিনিয়োগ আনতে বিদেশে পারি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশকিছু ক্ষেত্রে আশার আলোও দেখিয়েছেন তিনি। বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বেশ কিছু বিদেশী কোম্পানি। তবে হাত গুটিয়ে বসে নেই দেশের শিল্পমহলও। এবার তারই এক ঝলক দেখা গেল পান্ডবেশ্বরে। ম্যাঙ্গানিজ, কার্বাইড, সিলিকনসহ বিভিন্ন কেমিক্যালজাত দ্রব্য উৎপাদন করতে তৈরি হল নতুন কেমিক্যাল ফ্যাক্টরি। ।
মূলত এই অঞ্চলের মানুষ কৃষিকাজের উপরেই নির্ভরশীল। সেক্ষেত্রে এখানকার মানুষকে শিল্পমুখী করে তুলতে এই কেমিক্যাল ফ্যাক্টরি নতুন রূপরেখা তৈরি করতে পারে।
একটা কারখানা, হাজার কর্মসংস্থান। আর ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্টের একটা রাস্তা একবার ওপেন হলে আরও অনেক ইন্ডাস্ট্রি আগামী দিনে আগ্রহ প্রকাশ করবে। কমবে বেকারত্ব। বদলাবে এলাকার অর্থনৈতিক ছবিটা।
কাঞ্চন দাস
পশ্চিম বর্ধমান