Daily

পরিশ্রম অনেকেই করেন সাফল্যের আশায়। কিন্তু এমন মানুষের দেখা পাওয়া ভার, যে নিজে শুধু পরিশ্রমকেই মান্যতা দিয়েছেন। সাফল্য-ব্যর্থতা নিয়ে খুব একটা ভাবেন নি। তার জলজ্যান্ত উদাহরণ তামিলনাড়ুর সিভান। ৩০ বছর পোস্টম্যানের পদে নীরবে, নিঃশব্দে কাজ করে গেছেন। কিন্তু পোস্টম্যানের কাজ তো অনেকেই করেন। তবে সিভানের ক্ষেত্রে কী এমন ব্যতিক্রম?
সিভানের যে জায়গায় পোস্টিং ছিল সেখান থেকে মানুষের কাছে পৌঁছনোর জন্য পাড়ি দিতে হত ১৫ কিমি পথ। এবং সেটা দুর্ভেদ্য জঙ্গল এবং পাহাড়ের মধ্য দিয়ে। পদে পদে ছিল বন্য জন্তুদের ভয়। কিন্তু অকুতোভয়, সৎ এই মানুষটি কোনদিনের জন্য নিজের কাজ থেকে পিছিয়ে আসেন নি। ৩০ বছর কঠোর পরিশ্রম করে অবশেষে নিয়েছেন অবসর।
অবসর গ্রহণের পরেই সোশ্যাল মিডিয়া উত্তাল তাঁকে নিয়ে। তাঁর কর্মনিষ্ঠার জন্য নেটিজেনরা ভারতরত্ন এবং পদ্মশ্রীর জন্যও দাবি জানাতে শুরু করেছে।
সমাজের সর্বস্তরের মানুষের কাছে কর্মনিষ্ঠার সংজ্ঞা তৈরি করেছেন তামিলনাড়ুর এই বৃদ্ধ
ব্যুরো রিপোর্ট