Trending

খবর এখনও পুরনো হয়নি। বেড়েছে আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন পলিসির রেট। তবে এবার প্রাইমের সেই বর্ধিত মূল্যকে বুড়ো আঙুল দেখিয়ে সাবস্ক্রিপশন রেটের ক্ষেত্রে সুখবর দিল নেটফ্লিক্স। এক্কেবারে জলের দরে পাওয়া যাচ্ছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। ভারতে তাদের সাবস্ক্রিপশনের দাম ৬০ শতাংশ পর্যন্ত কমিয়েছে বলে জানিয়েছে সংস্থা। প্রত্যেক গ্রাহকের জন্য নতুন প্ল্যান লাগু করা হবে।
মাসিক সাবস্ক্রিপশন রেটের একটা লম্বা লিস্টি বের করলো নেটফ্লিক্স। যে প্ল্যান ভরালে শুধু ফোন থেকে অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্স দেখা যাবে, সেই প্ল্যানের মাসিক দাম ১৯৯ টাকা কমিয়ে করা হলো ১৪৯ টাকা। পাশাপাশি নতুন দামের তালিকা বলছে, নেটফ্লিক্স বেসিক প্ল্যানের দাম এক ধাক্কায় ৪৯৯ টাকা থেকে কমিয়ে করা হলো মাসে ১৯৯ টাকা করে। অন্যদিকে লক্ষণীয়ভাবে কমেছে প্রিমিয়াম প্ল্যানের রেট। আগে যা পাওয়া যেত ৭৯৯ টাকায়, এখন থেকে সেই প্রিমিয়াম প্ল্যানই মিলবে মাত্র ৬৪৯ টাকায়।
ভারতে সবচেয়ে দামী অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো নেটফ্লিক্স। এখন ব্যবসায়িক দাড়িপাল্লায় নিজেদের দিকে গ্রাহক টানতেই এই মোক্ষম দান দিলো নেটফ্লিক্স। যারা পুরনো গ্রাহক আছেন তাদের জন্য পরের বিলেই নতুন হিসেবে দাম নেওয়া হবে। নতুন গ্রাহকেরা সাধারণ পদ্ধতিতে ‘সাইন আপ’ করলেই নতুন দামের সুবিধা পাবেন। ১৪ ডিসেম্বর থেকে নতুন এই নিয়ম লাগু করা হবে।
ব্যুরো রিপোর্ট