Trending
কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রসঙ্গ উঠলেই সর্বপ্রথম আমাদের মাথায় নেটফ্লিক্স এর কথাই আসে। কিন্তু নেটফ্লিক্স মানেই যে কেবল সিরিজ, অরিজিনাল বা কোনও এক সিনেমা এমনটা নয়। আমাদের মধ্যে হয়তো অনেকেই জানিনা নেটফ্লিক্স বহুদিন আগেই গেমিং ব্যবসাতেও হাত দেয়। নেটফ্লিক্সে সিনেমা দেখার পাশাপাশি চাইলে আপনি গেমও খেলতে পারেন এই প্ল্যাটফর্মে। কিন্তু এই ব্যাবসা শুরুর সময় ঠিক যেরকম ঢিমেকালে চলছিলো , এখনও তার বিশেষ উন্নতি ঘটেনি। সম্প্রতি একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার বেসের মাত্র ১% নেটফ্লিক্সের গেম খেলেন।
অ্যাপ অ্যানালিটিক্স সংস্থা অ্যাপটোপিয়ারের তরফে সাম্প্রতিকতম এক গবেষণার রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার ২২১ মিলিয়ন। তাদের মধ্যে মাত্র ১.৭ মিলিয়ন সাবস্ক্রাইবার প্রতিদিন নেটফ্লিক্স থেকে বিভিন্ন রকম গেম খেলেন। এবং স্বাভাবিক ভাবেই যেটা খুবই নগণ্য।
চলতি বছরের শেষ নাগাদ নেটফ্লিক্স তার অফারের ক্যাটালগ দ্বিগুণ করার পরিকল্পনা করছে। উদ্দেশ্য হল, তাদের গেম গুলিকে আরও সুন্দর পরিকাঠামোয় সাজানো এবং সাবস্ক্রাইবারদের সেদিকে আকর্ষিত করা।
পরিসংখ্যান মাফিক, দ্বিতীয় ত্রৈমাসিকে নেটফ্লিক্স প্রায় এক মিলিয়ন গ্রাহক হারিয়েছে । প্রথম ত্রৈমাসিকে ২ লাখ সাবস্ক্রাইবার হারানোর পরে এক দশকেরও বেশি সময়ের মধ্যে নেটফ্লিক্সের এটিই প্রথম এত বিরাট সংখ্যক হ্রাস।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হক অর্থবহ