Market

বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে নেটফ্লিক্সের ক্রেজ নিয়ে কোনো সন্দেহই নেই দর্শকের। কিন্তু হঠাৎই ভারতে সংস্থার আয় কমায় ক্ষুব্ধ সংস্থার কর্ণধার রিড হেস্টিংস। ২০২১ সালে স্কুইড গেম-এর মত শো বিশ্বব্যাপী সারা ফেললেও বছর শেষের ত্রৈমাসিকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাথে রীতিমত গা গরম করা প্রতিযোগিতায় সামিল হতে হয়েছে নেটফ্লিক্সকে।
সংস্থার তরফে প্রকাশিত একটি রিপোর্ট মারফত জানা যাচ্ছে, ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার সাবস্ক্রাইবার বেড়েছে মাত্র ৮.৩ বিলিয়ন। যা অন্যান্যবারের তুলনায় অনেকটাই কম। সংস্থার সাবস্ক্রিপশনের হার কমেছে ৫০ শতাংশ। শুধু সাবস্ক্রাইবারই নয়। ২০২১ সালের চতুর্থ কোয়ার্টারে নেটফ্লিক্সের মার্কেট শেয়ার ২০% হ্রাস পেয়েছে। ফলে সংস্থাটির বাজার মূল্য কমেছে ৪৫ বিলিয়ন। এমন পরিস্থিতিতে নিজেদের জায়গা বজায় রাখতে এবং নিজেদের মার্কেট ভ্যালু বাড়াতে যে রীতিমত বেগ পেতে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, ভারতের বাজারে নিজেদের জায়গা ধরে রাখতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না সংস্থাটি। এমনকি জানা গিয়েছে যে, সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে ভারতে সাবস্ক্রিপশনের খরচ কমিয়ে চলেছে তারা। এমনকি নিজেদের ক্রেজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তাদের প্ল্যাটফর্মে গেমিং ফিচার আনার ব্যবস্থাও করছে তারা। কিন্তু তবুও ভারতের মার্কেট ঘুরে না দাঁড়ানোয় এখন ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থার সিইও।
ব্যুরো রিপোর্ট