Trending
দুর্ভাগ্য পিছু ছাড়ছে না। লাল সিং চাড্ডা নিয়ে এখনো হিমশিম খাচ্ছেন আমির খান। ১৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ফ্লপের তকমা তো পেয়েছেই, এবার নতুন করে বিপদের মেঘ ঘনালো আমির খানের মাথায়। বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও পুরোপুরিভাবে হাত তুলে নিল। ফলে, ছবির ব্যবসায়িক সাফল্য এখন বিশ বাঁও জলে।
জানা গিয়েছে, রিলিজের আগে লাল সিং চাড্ডাকে নিয়ে যেভাবে উত্তেজনার পারদ চরছিল, তাতে করে নেটফ্লিক্স এই ছবিটি কেনার ব্যপারে ব্যপক আগ্রহ দেখায়। কিন্তু সিনেমাটি নিয়ে ভালোরকম আশা দেখেছিলেন আমির খান। আর যে কারণে তিনি নিজে এবং ভায়াকম যৌথভাবে নেটফ্লিক্সের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিলেন। সঙ্গে শর্ত দেওয়া হয়েছিল, হল রিলিজ এবং ওটিটি রিলিজের মধ্যে অন্তত তিন মাসের গ্যাপ থাকতে হবে। সেইভাবে চুক্তিও হয়েছিল। কিন্তু ভারতের বাজারে লাল সিং চাড্ডা যেভাবে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ল, আর দেশব্যপী যেভাবে বয়কটের ডাক উঠল, তারপর আর এই বিপুল অর্থ খরচ করে নেটফ্লিক্স লাল সিং চাড্ডা নিজেদের প্ল্যাটফর্মের জন্য কেনার ব্যপারে একেবারেই আগ্রহ দেখাল না। চুক্তি বাতিলের পথে হাঁটল নেটফ্লিক্স।
বিখ্যাত উপন্যাস এবং টম হ্যাঙ্কস অভিনীত কালজয়ী সিনেমা ফরেস্ট গাম্পের অফিশিয়াল রিমেক হচ্ছে লাল সিং চাড্ডা। এই ছবিটি নিয়ে যাতে কোনরকম খুঁত না থাকে, তার জন্য বেশ কয়েক বছর ধরে এই সিনেমাটির পিছনে পরিশ্রম করেন আমির খান। আর যে কারণে প্রত্যাশাও ছিল ভালোরকম। কিন্তু বক্স অফিসে প্রতিফলন ঘটল একেবারে উল্টো। গত ১১ অগাস্ট প্যান ইন্ডিয়া রিলিজ করে লাল সিং চাড্ডা। কিন্তু দেখা গেল, এই কয়েকদিনে সিনেমাটি আয় করতে পেরেছে মাত্র ১২৬ কোটি টাকা মতন। মনে করা হচ্ছে, অতীতে হিন্দু বিরোধী কিছু মন্তব্য করার জন্যই সাধারণ দর্শক কার্যত লাল সিং চাড্ডা দেখা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি আমিরি অনুরোধেও ভেজেনি চিঁড়ে। জানা গিয়েছে, বর্তমানে লাল সিং চাড্ডার যা হাল, তাতে শুধু নেটফ্লিক্স নয়। কোন ওটিটি প্ল্যাটফর্মই আর রাজি হচ্ছে না লাল সিং চাড্ডার স্বত্ত্ব কেনার জন্য।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ