Trending
ব্যবসায় পড়েনি ভাটা। তবু কর্মী ছাঁটাইয়ের পথে ফের হাঁটল অনলাইন স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স। একধাক্কায় ৩০০ জনকে চাকরি থেকে বরখাস্ত করল নেটফ্লিক্স। কারণ হিসেবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়িক কারণেই নেটফ্লিক্সের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কর্মী ছাঁটাই হয়েছে নেটফ্লিক্সের মার্কিন মুলুকের অফিস থেকেই।
তবে এবারেই প্রথম নয়। আগেও একবার নেটফ্লিক্স কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিল। সেবারেও মন্দার বাজারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নেটফ্লিক্সকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তবে এবারে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নেটফ্লিক্স তার মোট কর্মচারির ৩%-কে চাকরি থেকে বরখাস্ত করেছে। বর্তমানে নেটফ্লিক্সে কর্মী সংখ্যা প্রায় ১১ হাজার মতন। সংস্থা সূত্রে জানা গিয়েছে, নেটফ্লিক্স কর্মী ছাঁটাই করেছে কনটেন্ট, কমিউনিকেশনের মতন ডিপার্টমেন্ট থেকে। তবে অনেকেই মনে করছেন, বর্তমানে নেটফ্লিক্সে চলছে ভাটার টান। যে কারণে কর্মী ছাঁটাই করে সংস্থা তার আয়ের পথ কিছুটা হলেও ধরে রাখতে চাইছে।