Jobs

আপার ও লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র মেকানিক, জুনিয়র প্রোগ্রামার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলোজি। আপনি যদি ভারতীয় নাগরিক হন, তবে আপনার জন্য রইলো সুবর্ণ সুযোগ। আগামী ৩১শে জুলাই এর মধ্যে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীকে।
কোন কোন পদে কর্মী নিগগ হতে চলেছে, কত টাকা বেতন সহ বিস্তারিত জানুন এখানে। অনলাইনে আবেদন করতে হবে। আপনাকে যেতে হবে www.nsut.ac.in লিংকে। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
জুনিয়র প্রোগ্রামার:
জুনিয়র প্রোগ্রামার পদে মোট ১৩ টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন করার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি কিংবা কম্পিউটার সায়েন্স বা আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক ডিগ্রি থাকা অবশ্যক। বেতন ধার্য করা হয়েছে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা। বয়স সীমা ধার্য করা হয়েছে ৩০ এর মধ্যে, তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য কিছুটা চগার দেয়া হয়েছে।
লোয়ার ডিভিশন ক্লার্ক:
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আসন সংখ্যা ৩৫ টি। প্রার্থী যদি উচ্চ মাধ্যমিক পাশ হন এবং ইংরেজিতে টাইপিং স্পিড অন্তত ৩৫ থাকে, তবে আবেদন করা যেতে পারে। বেতন বাবদ ধার্য করা হয়েছে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
আপার ডিভিশন ক্লার্ক:
আপার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদ রয়েছে ৮ টি। যেকোনো বিষয়ে স্নাতক এবং লাইব্রেরি সায়েন্স-এ কোর্স করা সার্টিফিকেট থাকা আবশ্যক। নিযুক্ত ব্যক্তি বেতন বাবদ পাবেন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
জুনিয়র স্টেনো:
১০ টি শূন্যপদ রয়েছে জুনিয়র স্টেনো পদে। যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশের ডিগ্রি ছাড়াও স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ এবং কম্পিউটারে টাইপিং স্পিড ৩৫ থাকা আবশ্যিক। বেতন, ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পেতে পারেন।
জুনিয়র মেকানিক:
জুনিয়র মেকানিক ক্ষেত্রে শূন্যপদ ২১টি। প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
এই পদে নিযুক্তরা প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পেতে পারেন।
অ্যাসিট্যান্ট স্টোর কিপার:
অ্যাসিট্যান্ট স্টোর কিপারের ক্ষেত্রে শূন্যপদ মাত্র ১টি। যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশের ডিগ্রি ছাড়াও ইংরাজিতে কম্পিউটারে টাইপিং স্পিড প্রতি মিনিটে ৩৫ হওয়া জরুরি।
বেতন বাবদ প্রতি মাসে পাবেন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পেতে পারেন। প্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
হেড ক্লার্ক:
হেড ক্লার্ক পদে আসন সংখ্যা ৭টি। যে কোনও শাখায় স্নাতক হলেই এবং কম্পিউটারে টাইপিং স্পিড ৩৫ হলে আপনি আবেদন করতে পারেন।
বেতন হবে প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা।
আবেদন ফি:
আবেদনের শেষ দিন ৩১ শে জুলাই ২০২১। গ্রুপ সি পদের জন্য প্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা এবং ৮০০ টাকা প্রসেসিং ফি সহ মোট ১২০০ টাকা জমা দিতে হবে। গ্রুপ বি পদের জন্য ১০০০ টাকা আবেদন ফি এবং ১০০০ টাকা প্রসেসিং ফি সহ মোট ২০০০ টাকা জমা দিতে হবে। তবে সংরক্ষিত (ইডব্লুএস বাদে) প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না। শুধু প্রসেসিং ফি ৮০০ এবং ১০০০ টাকা জমা দিলেই হবে।
ব্যুরো রিপোর্ট