Daily

করোনা আবহে গোটা বিশ্ব জুড়ে ভিত শক্ত হয়েছে ডিজিটাল মাধ্যমের। হাতে হাতে উঠে এসেছে স্মার্টফোন। ব্যবহার বেড়েছে ইন্টারনেটের। কিন্তু বহুক্ষেত্রেই নেটের স্পিড নিয়ে মাঝেমধ্যে ভুগতে হয় ব্যবহারকারীকে। হঠাৎ করে ইন্টারনেটের স্পিড কমে গেলে পড়তে হয় চরম সমস্যায়। এই সকল সমস্যার কারণ সবসময় ইন্টারনেট প্রোভাইডার নাও হতে পারে। বরং আপনি চাইলে নিজেও বাড়াতে পারেন ইন্টারনেটের স্পিড। কিভাবে? আসুন সেই বিষয়েই রইল কয়েকটা সোজাসাপটা সমাধানের পথ।
১। অ্যাপ আনইনস্টল করুনঃ
অনেক সময়েই আমাদের ফোনে বেশ কিছু অ্যাপ থেকে যায় যেগুলি আমরা কম ব্যবহার করে থাকি। সেই সকল অ্যাপগুলি কিন্তু ব্যবহার না করলেও সচল থাকে ২৪ ঘণ্টা। এই সকল কারণে কমে যায় ইন্টারনেটের স্পিড। তাই আপনাকে নজর রাখতে হবে অ্যাপের ইউসেজ ডেটায়। যে অ্যাপ সবথেকে কম ব্যবহার হয়, প্রয়োজনে সেই অ্যাপ আনইনস্টল করে দিন।
২। বিজ্ঞাপন ব্লকার অ্যাপঃ
ওয়েবসাইট খুললেই আপনার ফোনে আসতে থাকে অনেক রকম বিজ্ঞাপন। এই সকল বিজ্ঞাপন অনেকক্ষেত্রে কমিয়ে দিতে পারে আপনার মোবাইলে ইন্টারনেটের স্পিড। তাই প্রয়োজনে ব্যবহার করতে পারেন অ্যাড ব্লকার। বিজ্ঞাপনের ভোগান্তি থেকে খানিক রেহাই দিয়ে আপনার ফোনে ইন্টারনেটের স্পিড বাড়িয়ে দিতে অনেকটাই সাহায্য করবে এই অ্যাড ব্লকার।
৩। ক্লিয়ার করুন ক্যাশেঃ
ক্যাশ মেমোরিতে অনেকসময়ই বিভিন্ন হিস্ট্রি জমা হতে থাকে। আপনি যত ব্রাউজ করবেন ততই আপনার মোবাইলের ক্যাশে মেমোরিতে এই সকল হিস্ট্রি জমা হবে। ফলে কমতে থাকবে মোবাইলের নেটের স্পিড। তাই প্রতিদিন মোবাইলের ক্যাশে মেমোরি ক্লিয়ার রাখুন। ইন্টারনেটের স্পিড বাড়বে অনেকটাই।
৪। ফোনের সমস্যাঃ
দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারের কারণে অনেকসময় মোবাইলের উপর চাপ পড়ে। ভিতরে সমস্যা তৈরি হলে দেখা যেতে পারে নেটের প্রবলেম। সেক্ষেত্রে ভয় পাবেন না। আপনার স্মার্ট ফোনটি একবার রিস্টার্ট করুন। রিস্টার্ট করলেই ফোনের সেটিংসগুলি আবারো ফিরে আসবে ঠিকমতন। সেক্ষেত্রেও নেটের স্পিড বাড়ার সম্ভাবনা অনেকটাই থেকে যাবে।
ব্যুরো রিপোর্ট