Market

দাম বাড়াতে চলেছে নেসলে ইন্ডিয়া। আগামী বছরের মধ্যে দাম বাড়তে পারে ম্যাগি, মিল্কিবার, কফির মত একাধিক জনপ্রিয় প্রোডাক্টের।
সংস্থা সূত্রে বলা হয়েছে, অতিমারির প্রভাবে কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে। ফলে দাম কিছুটা হলেও বাড়াতে বাধ্য হবে নেসলে ইন্ডিয়া। তবে এই বছরে নয়। দাম বাড়তে পারে আগামী বছরে।
গত ৮ মাসে নেসলের বেশ কিছু প্রোডাক্টের মূল্যবৃদ্ধি হয়েছে ১ থেকে ৩ শতাংশ। এর পরেও দাম বাড়ার কারণ? বলা হচ্ছে, করোনার থাবায় সব সংস্থাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদ যায়নি নেসলের মত সংস্থাও। কিন্তু যে হারে কাঁচামালের দাম বাড়ছে, তাতে পুরনো দামে পণ্য বিক্রি করা কার্যত অসম্ভব হয়ে উঠবে। আর সেই কারণে দাম বাড়বে নেসলের বিভিন্ন পণ্যের।
শহুরে ব্যবসা ছাড়াও নেসলে ইন্ডিয়ার আসল লক্ষ্য এখন গ্রামীণ বাজার। আর সেখানেও ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে এই সংস্থা। তাদের লক্ষ্য এখন নিজেদের ব্যবসাকে এক লক্ষ কুড়ি হাজার গ্রামে ছড়িয়ে দেওয়া। যদিও এর মধ্যে নেসলে ইন্ডিয়া ৯০ হাজার গ্রামে ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে।
ব্যুরো রিপোর্ট