Market
বি পি এন ডেস্ক : প্যাকেজড খাবারের দুনিয়ায় দ্বিগুণ বিনিয়োগ করতে চলেছে নেসলে। কিটকাট, ম্যাগি, সেরেল্যাকের মত ব্র্যান্ড বাস্কেটে নিয়ে পৌঁছতে চাইছে গ্রামে গ্রামে। ভারতের সর্ববৃহৎ প্যাকেজড ফুড কোম্পানির দাবি, ২০৩০ সালের মধ্যে আরও ১৪ কোটি পরিবারের কাছে তারা প্যাকেজড খাবার পৌঁছে দিতে সক্ষম হবে। যার প্রভাব পড়বে ব্যবসাতেও। নেসলে প্রধান সুরেশ নারায়ণন মনে করছেন, আগামী ৫-১০ বছরের মধ্যে এই ব্যবসার অঙ্ক দ্বিগুণ হয়ে পৌঁছবে প্রায় ৭০ বিলিয়ন ডলারে। অতিমারির কারণে শহর থেকে গ্রাম প্রতিটি জায়গাতেই এফএমসিজির ব্যবসা কিছুটা ধাক্কা খেয়েছে। যদিও ফের ঘুরে দাঁড়াচ্ছে এই ব্যবসার চাকা। নেসলের সামগ্রিক বিক্রিতে গ্রামীণ বাজারগুলির অবদান থাকে ২৫%। এবার তাদের লক্ষ্য আগামী ২-৩ বছরের মধ্যে ১ লক্ষ ২০ হাজার গ্রামে নিজেদের পণ্য ছড়িয়ে দেবার। অতিমারির মধ্যেও গত অক্টোবরে উৎপাদনের জন্য আলাদা ২,৬০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়ে ছিল নেসলে ইন্ডিয়া। যেখানে ২০২০’র ডিসেম্বরেই কোম্পানির লাভের অঙ্ক ৯% বেড়ে পৌঁছয় ৩,৪৩২.৬ কোটি টাকায়। আশঙ্কা করা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ হয়ত আসতে চলেছে বিশ্ব বাজারে। তাই ব্যবসায় যাতে আর কোন প্রভাব না পড়ে সেদিকেই দৃষ্টি থাকবে নেসলে কোম্পানির