Prime
Daily
বিরলতম ঘটনার সাক্ষী থাকতে চলেছে সৌরজগৎ
By sanchitabpn21 | September 15, 2021
Daily
আকাশের বুকে ঘটতে চলেছে এক বিরলতম ঘটনা। আপনিও সাক্ষী থাকতে চান নাকি? খালি চোখে হবে না কিন্তু। দূরবীন থাকা মাস্ট।
পৃথিবীর থেকে মাত্র ৪.৩ আরব দূরে আজ ১৪ই সেপ্টেম্বর অবস্থান করবে নেপচুন। নেপচুন সৌরজগতের এমন একটি গ্রহ যাকে খালি চোখে দেখা যায় না। আজ সূর্যাস্তের সময় পূব আকাশে দেখা দেবে সে। রাত ১২ টায় আসবে মধ্য গগনে। পৃথিবীর দিকে পরায় ২৪ কোটি কিলোমিটার এগিয়ে এসেছে নেপচুন। যা ১৬৫ বছরে মাত্র একবারই হয়। মহাকাশপ্রেমীদের কাছে এই খবর যে বেশ লোভনীয় তা বলাই যায়।
দেরি করবেন না যেন। আকাশের মুখ ভার না থাকলে, দুরবিনের কাঁচের ওপারে আপনাকেও দেখা দিতে পারে সৌরজগতের এই শীতল গ্রহ।
ব্যুরো রিপোর্ট