Market
ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জারি করল সতর্কতা। ২৩ মে বন্ধ থাকতে চলেছে NEFT পরিষেবা।
দুপুর ১২:০১ মিনিট থেকে ২টো পর্যন্ত বন্ধ রাখা হবে NEFT পরিষেবা। দেশের শীর্ষ ব্যাঙ্কটি টুইট করে জানিয়েছে এই তথ্য।
NEFT পরিষেবার সিস্টেম আপগ্রেড করা হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক
NEFT বা ন্যাশনাল ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে এমন একটি পরিষেবা যার মাধ্যমে দেশের যেকোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে টাকা লেনদেন করা সম্ভব হয়। এই পরিষেবায় গ্রাহকরা খুব অল্প সময়ের মধ্যেই টাকা ট্রান্সফার করতে পারেন। যেখানে RTGS এর ক্ষেত্রে একসঙ্গে ২ লক্ষ টাকার কম লেনদেন করা সম্ভব হয় না। কিন্তু NEFT-র ক্ষেত্রে এমন কোন ন্যুনতম সীমা নেই।
NEFT পরিষেবা বন্ধ থাকলেও চালু থাকবে RTGS প্রক্রিয়া। এই পরিষেবার মাধ্যমে লেনদেন করা যাবে আগের মতই।
গত ১৭মে দেশের শীর্ষ ব্যাঙ্ক এই পরিষেবা বন্ধের খবর টুইট করে জানিয়ে দেয়। প্রতিদিনই গোটা দেশ জুড়ে বহু মানুষ এই পরিষেবা নিয়ে থাকেন অর্থ ট্রান্সফার করার জন্য। তাই গুরুত্বপূর্ণ এই পরিষেবা বন্ধের খবরে অনেকেই বিপদে পড়তে পারেন বলে আগে থেকেই সতর্ক করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
ব্যুরো রিপোর্ট