Trending

শিক্ষামন্ত্রী হবার পরেই বড়সড় সিদ্ধান্ত নিলেন ধর্মেন্দ্র প্রধান। জানিয়ে দিলেন দেশজুড়ে ১২ সেপ্টেম্বর হতে চলেছে NEET (UG)-র পরীক্ষা। দেশের ১৯৮টি শহরে মোট ৩৮৬২ কেন্দ্রে করোনা বিধি মেনে এই পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রে মাস্ক এবং সবরকমের কোভিড প্রোটোকল মানার সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।
অতিমারি পর্বে থমকে গিয়েছিল পঠনপাঠন থেকে যাবতীয় পরীক্ষা। চরম অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছিল লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ। আর ঠিক এমনই একটা সময়ে ধর্মেন্দ্র প্রধানের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অন্ধকারের মধ্যে আলোর উৎস দেখাতে সাহায্য করল লক্ষ লক্ষ প্রার্থীকে। উল্লেখ্য, ধর্মেন্দ্র প্রধান ১২ তারিখ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পরীক্ষার কথা ঘোষণা করেন। ১৩ তারিখ বিকেল ৫টা থেকে অ্যাপ্লিকেশন পর্ব শুরু হবে। বিস্তারিত জানা যাবে NTA ওয়েবসাইটে চোখ রাখলে।
ব্যুরো রিপোর্ট