Daily
আর কয়েক দিনের মধ্যে আছড়ে পড়ছে ইয়াস। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। উপকূলবর্তী এলাকাগুলোতে চলছে এলাকাবাসীদের সচেতন করার কাজ। পৌঁছে গিয়েছেন জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।
সুন্দরবনেও ধরা পড়ল সেই একই ছবি। প্রস্তুতি নিতে পরশু রাতের মধ্যেই পৌঁছে সেখানে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল। বসিরহাট মহকুমার সন্দেশখালি এবং হিঙ্গলগঞ্জে দলের প্রস্তুতি পর্বের মধ্যেও ধরা পড়ল চূড়ান্ত তৎপরতা। রায়মঙ্গল কালিন্দী ছোট কলাগাছি ইছামতি নদীতে শনিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁদের মহরা। কখনও স্পিডবোটে নদীপথে মহড়া দিতে দেখা গেল কখনও বা দেখা গেল রাতের অন্ধকারে কত তাড়াতাড়ি তাঁরা প্রস্তুত থাকতে পারেন। সাইক্লোন এলে অনেক সময় রাতে বিদ্যুৎ চলে গেলে দলের সদস্যদের ভয়ানক সমস্যার মধ্যে পড়তে হয়। সেই জন্য নিয়ে আসা হয়েছে এই ধরণের লাইট।
ইয়াস আসবে আর কয়েকদিনের মধ্যেই। এবারে আম্ফানের স্মৃতি উস্কে আর কোন ঝুঁকির মুখে পড়তে চাইছে না প্রশাসন। তাই সবদিক থেকে প্রস্তুত থেকে এবার ঝাঁপিয়ে পড়েছে ইয়াসের সঙ্গে মোকাবিলা করার জন্য।
দেবস্মিতা মণ্ডল, উত্তর ২৪ পরগনা