Prime
Daily
সাগরদ্বীপে NDRF, কাজে লাগানো হবে আম্ফানের অভিজ্ঞতা
By Business Prime News | May 22, 2021
Daily
ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে চলেছে সাগরদ্বীপে। বিপর্যয় মোকাবিলা করার জন্য NDRF এর একটি দল ইতিমধ্যে পৌঁছেছে সাগরে। নিয়ে আসা হয়েছে ড্রোন ক্যামেরা, স্পিড বোট, লাইফ জ্যাকেট। সমুদ্রে যাতে কেউ না যায়, সেজন্য চলছে কড়া নজরদারি। থাকছে উপকূল রক্ষী বাহিনী। গতবছর ঝড়ের সময় এই বাহিনীই এসেছিল সাগরে। এবছর সেই অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে।
নবাব মল্লিক. সাগর