Jobs

৩০৭ টি শূন্যপদ নিয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে NCL বা Northern Coalfields Limited। আবেদন প্রক্রিয়া কিন্তু শীঘ্রই শেষ হতে চলেছে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। কিভাবে আবেদন করবেন? কোন কোন পদে আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কি? জানুন বিস্তারিত।
আবেদনপত্রটি পেয়ে যাবেন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.nclcil.in থেকে। এরপর সেটিকে সঠিক ভাবে ফিল আপ করে অফিসের ঠিকানায় এসে জমা করতে পারেন। অথবা স্পিড পোস্টও করতে পারেন। কিংবা আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের মেইল আইডি অর্থাৎ rectt.ncl@coalindia.in এই মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন।
যে যে পদে আবেদন করতে পারবেন:
ড্র্যাগলাইন অপারেটর(১৯), ডোজার অপারেটর(১৬), গ্রেডার অপারেটর (৭),সারফেস মাইনার অপারেটর(২৭), ডাম্পার অপারেটর(১৮৪), শোভেল অপারেটর(১৯),পে লোডার অপারেটর(৯), ক্রেন অপারেটর (২৬) পদে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
ড্র্যাগলাইন অপারেটর পদের জন্য প্রার্থীকে ভারতীয় বা রাজ্য বোর্ডের থেকে মাধ্যমিক/ উচ্চমধ্যমিক/সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও ডিজেল মেকানিক/মোটর মেকানিক পদে ITI ডিগ্রি এবং একটি ভ্যালিড NCVT/ SCVT ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
অন্যান্য পদের জন্য মাধ্যমিক/উচ্চমধ্যমিক/সমতুল্য পরীক্ষায় পাশ করার পাশাপাশি RTA/ RTO থেকে ইস্যু করানো একটা ভ্যালিড HMV লাইসেন্স থাকতে হবে।
বয়স:
প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হওয়া জরুরি।
ব্যুরো রিপোর্ট