Daily

ভারতের তুলনায় সেই দেশ একেবারেই ক্ষুদ্র। জনসংখ্যাতেও তাকে হাসতে হাসতে গোল দেবে ভারত। কিন্তু টিকাদানে?
দেশ না বলে বরং তাকে দ্বীপ বলাই ভালো। নাম নাউরু। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত ছোট একটি দ্বীপ। জনসংখ্যা মেরেকেটে ১২ হাজারের একটু বেশি। আর সবচেয়ে বড় কথা করোনা ভাইরাস এভারেস্ট ঘুরে আসতে পারলেও নাউরুতে এখনও পৌঁছয়নি। কিন্তু তাতে কি? শুভস্য শীঘ্রম। নাউরু সরকার অপেক্ষা করতে চায় নি। তাই দেশের সকল প্রাপ্তবয়স্কদের টিকাদান করিয়ে দিয়েছে নাউরু সরকার। আর তাতেই বিশ্বরেকর্ড করে ফেলেছে দ্বীপটি।
দ্বীপের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ৪ সপ্তাহের টিকাদান কর্মসূচি সফল হয়েছে। টিকাদান কর্মসূচিতে দেশের ৭ হাজার ৩৯২ জন করোনার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। কর্মসূচি সফল হওয়ায় দেশের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের প্রতি সন্তোষ প্রকাশও করেছে।
ব্যুরো রিপোর্ট