Trending
ন্যাচারাল ফাইবার ইন্ডাস্ট্রি। কৃষি জাগরণ আর শিল্প বিপ্লবের মাতামাতিতে যাকে নিয়ে সবচেয়ে কম চর্চা হয় ভূ- ভারতে। অথচ, কৃষির পরে ইন্ডিয়ান ইকোনমির সবচেয়ে বড় সাপোর্ট কিন্তু এই ন্যাচারাল ফাইবার ইন্ডাস্ট্রিই। রাজস্থানের বালিয়াড়িতে কৃষি বিপ্লব আনা থেকে শুরু করে ন্যাশানাল হাইওয়ের লনজিভিটি বাড়ানো অথবা ধরুন রুক্ষ পাথুরে জমিতে চাষ-আবাদ- এই সবকিছুতেই তারা আমাদের স্টিরিওটাইপ ভাবনাচিন্তাকে তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে প্রতিনিয়ত। অথচ প্লাস্টিক বর্জন করার মতো সামান্য অভ্যাসটুকু আমরা রপ্ত করতে পারছি না। তাই এত সম্ভাবনা থাকা সত্ত্বেও continuously বিভিন্নরকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে এই ইন্ডাস্ট্রিকে। কিন্তু যে ইন্ডাস্ট্রি রেভলিউশন আনার শপথ নিয়েছে, তাকে কি কোন বাধা আটকে রাখতে পারে?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ