Agriculture news
বিশ্বের ৭০ কোটি মানুষ তিনবেলা পেট ভরে খেতে পায় না। বিশ্বের ২২০ কোটি মানুষ ওবেসিটির মত অসুখের শিকার। বিশ্বের ৭০ কোটির বেশি মানুষ গরিবিয়ানার শিকার। মনে রাখবেন, আমরা একুশ শতকে দাঁড়িয়ে আছি। আর এই একুশ শতকে দাঁড়িয়ে আপনাদের সামনে যে পরিসংখ্যান তুলে ধরলাম, সেটা ঠিক কতটা প্রাসঙ্গিক আপনারাই বিচার করুন।
জিরো হাঙ্গার, নো পভার্টি এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলা। কৃষিক্ষেত্রে আমাদানি খরচ কমানো বলুন বা উৎপাদিত ফসলের গুণগত মান, জমিতে রাসায়নিকের ব্যবহারে রাশ টানতে নিতে হবে ছোট্ট একটা পদক্ষেপ-
এতক্ষনে এটুকু পরিষ্কার যে, রাসায়নিক নয়। কৃষিক্ষেত্রে হাল ফেরাতে ন্যাচারাল বা অরগ্যানিক ফারমিং-এই আস্থা রাখতে হবে। যথেষ্ট ক্ষতি হয়েছে। সাময়িক উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যেতে যেতে পরিবেশ এবং মাটির উর্বরতা শক্তির সঙ্গে যথেষ্ট নয়ছয় করা হয়েছে। এখন আবারও অরগানিক ফারমিং-র ফিরে যেতে না পারলে অনর্থ হয়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু…
এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজটা সকলের কাছে পৌঁছে দিতেই অনুষ্ঠিত হল ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স ‘এগ্রিকালচারাল ইনোভেশন্স ফর সাবস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস উইথ স্পেশাল ফোকাস অন ন্যাচারাল ফার্মিং ২০২৩’।কল্যাণীর ফারমার্স একাডেমি এন্ড কনভেনশন সেন্টারে সম্প্রতি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ক্রপ অ্যান্ড উইড সায়েন্স সোসাইটির যুক্ত প্রতিনিধিরা অংশ নেয়। দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিজ্ঞানীরা অনুষ্ঠানে যুক্ত হয়। পোস্টার প্রেজেন্টেশন এবং বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সুব্রত সরকার
নদীয়া