Daily
তথ্য বলছে, শিল্পে এগোচ্ছে ভারত। বিগত কয়েক বছরে ব্যাপক উন্নতির মুখ দেখেছে রাজ্য তথা দেশের এমএসএমই শিল্পের বাজার। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নতি এবং বিকাশ এবং টিকে থাকা তখনই সম্ভব যদি এক্সপোর্ট করার রাস্তাটা মসৃণ হয়। এই মুহূর্তে ভারতের ইকনমিক্যাল গ্রোথের অন্যতম প্রধান পিলার হচ্ছে এই এমএসএমই ইন্ডাস্ট্রি। কর্মসংস্থানের নিরিখেও একটা বড় জায়গা দখল করে রয়েছে ভারতের এই সেক্টর। তাই আগামী কয়েক বছরের মধ্যে এমএসএমই সেক্টরের এক্সপোর্ট ক্যাপাসিটি ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই এক্সপোর্ট এক্সপানশনের জন্য প্রয়োজন, প্রপার নলেজ এবং ডিজিটাল গাইডেন্স। তবেই না, আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্নের বুনিয়াদ আরও মজবুত হবে! সেই উদ্দেশ্যেই এমএসএমই- ডেভল্পমেন্ট অ্যান্ড ফেসিলিটেশন অফিস কোলকাতা এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে গত ২ মার্চ কোলকাতার আশুতোষ হলে অনুষ্ঠিত হল Export Promotion and Business Development সেমিনার।
রপ্তানি ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পেলেও যথাযথ তথ্যের অভাবে সরবরাহ খাতে ধাক্কা খাচ্ছে দেশের ছোট ব্যবসায়ীরা। নোটবন্দী এবং জিএসটির হানা সামলে ওঠার আগেই কোভিড দুর্ভোগে যথেষ্ট ক্ষতিগ্রস্থ হন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ব্যবসায়ীরা। যে কারণে চড়া মূল্যবৃদ্ধির খেসারত দিতে হচ্ছে তাদের। তবে, ব্যবসায়ীরা যদি এমএসএমই-র তরফে দেওয়া সরকারি প্রকল্পগুলির সহায়তা নেন, তাহলে পরিস্থিতি বদলানো সম্ভব। তাই এ রাজ্যের প্রায় ৮৮ লক্ষ ছোট ব্যবসায়ীদের এমএসএমই-র এক ছাতার তলায় আসার আহ্বান জানালেন কেন্দ্রের এমএসএমই উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা দেবব্রত মিত্র।
তবে এই ধরণের সেমিনার উদ্যোগপতিদের মধ্যে কতটা প্রভাব ফেলছে বা আদৌ তারা এই স্কিমগুলোকে যথাযথ ব্যবহার করতে পারছেন কি না, তা নিয়ে পর্যবেক্ষণের অভাব রয়েছে বলে দাবি তুলেছে সেমিনারে উপস্থিত এক উদ্যোগপতি।
এমএসএমই উন্নয়ন দপ্তর ইতিমধ্যেই যে এই বিষয়ে কাজ করা শুরু করেছেন, সে বিষয়ে জানালেন এমএসএমই উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা দেবব্রত মিত্র। একইসঙ্গে নয়া উদ্যোগপতিদের এগিয়ে চলার জন্য বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি। এই ধরণের সেমিনার যে উদ্যোগপতিদের মধ্যে একটা পজিটিভ প্রভাব ফেলে, সে বিষয়ে কথা বললেন সেমিনারে উপস্থিত একজন নয়া উদ্যগপতি।
শুধু এক্সপোর্ট প্রমশন বা বিজনেস এক্সপানশনের বিষয়েই নয়। এদিনের এই সেমিনারে ডিজিটালাইজেশনের ব্যাপারেও একপ্রস্থ আলোচনা সারেন অনুষ্ঠানে উপস্থিত এক্সপার্টরা। একইসঙ্গে বিভিন্ন টেকনিক্যাল সেশনের মাধ্যমে উদ্যগপতিদের প্রপার গাইডেন্সও দেন তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিয়োর আঞ্চলিক অধিকর্তা দেবদত্তা নন্দওয়ানি, খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন কোলকাতার অধিকর্তা ডঃ ভি শিভাককুমার, এমএসএমই পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম অধিকর্তা মিঃ পার্থ চৌধুরী সহ আরও অনেকেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ