Daily

শিল্পে সমৃদ্ধ বাংলা। আর বাংলার কৃষি থেকে শিল্প, গ্রামীণ এলাকার অর্থনৈতিক সমৃদ্ধিতে নাবার্ডের ভূমিকা অপরিহার্য। কাজেই এবার পশ্চিম বর্ধমান জেলার জগদানন্দপুর গ্রামের মুস্থলি বাজারে বাংলার একঝাঁক তাঁতশিল্পীদের নিয়ে নাবার্ডের উদ্যোগে পালিত হল ন্যাশানাল হ্যান্ডলুম ডে।
বাংলার তাঁত শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে নাবার্ড। এছাড়াও সঙ্গে ছিল অ্যানানিমেট সোসাইটি ও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক কাটোয়ার মুস্থলি বাজার শাখা। এক সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন প্রান্তের তাঁতশিল্পীরা। তাঁত শিল্পের প্রতি শিল্পীদের আকর্ষণ বাড়াতে এবং তাদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে এই ধরণের কর্মশালা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।
এদিনের এই উদযাপনী অনুষ্ঠানে নাবার্ডের জেলা বিকাশ আধিকারিক সুদীপ কুমার দাস ছাড়াও উপস্থিত ছিলেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, গ্রামীণ ব্যাঙ্ক মুস্থলি শাখার ম্যানেজার উদ্দালক ঘোষ সহ অন্যান্যরা।
বিক্রম লাহা