Daily

আজ ২৩ ডিসেম্বর। আজ অন্নদাতা দিবস। সোজা কথায় বললে, আজ জাতীয় কৃষক দিবস। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস যেমন ঘটা করে পালন হয়, তেমনি ২০০১ সাল থেকে কেন্দ্রীয় সরকার ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী তথা কৃষক নেতা চৌধুরি চরণ সিংয়ের এই জন্মদিনটিকে বেছে নেন কৃষক দিবস হিসেবে।
গত দু’বছরের করোনার আবহে দেশের অর্থনীতি যখন একদম থমকে গিয়েছিল, তখন ভারতীয় অর্থনীতির পালে অক্সিজেন জুগিয়েছিল খেত খামারে কাজ করা ভারতীয় কৃষকরাই। অথচ সেই কৃষকদের। অন্নদাতাদের দিবসটি আজ বড়ই ম্লান। অধিকাংশ কৃষক জানেন না, আজকের দিনটি পুরোপুরিভাবে তাঁদের।
যদিও কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার সাংসদ আবু তাহের খান।
জাতীয় স্তরেও চোখে পড়েনি ঘটা করে কৃষক দিবস উদযাপনের ছবি। রাজ্যের জেলায় জেলায় আজকের দিনটি বড়ই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবুও ক্যামেরার সামনে কী বলছেন এই কৃষক শুনুন।
অনুষ্ঠান, আড়ম্বর চোখে না পড়লেও কৃষকদের কুর্নিশ জানিয়েছেন কিষাণ ক্ষেত মজদুর সমিতির সভাপতি আব্দুল মাতিন।
শরৎচন্দ্রের মহেশে গোফুর মিয়ার মত চাষিরা আজো রয়েছেন দেশের আনাচে কানাচে। সেদিনও ছিলেন গোফুর মিয়ারা অসহায়। তবে আজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে জয় কিষাণ ভারতের কৃষকদের হাতে একটু হলেও পৌঁছেছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ছোঁয়া। দিনপালন হল কি হল না। সেটা বড় কথা নয়। বড় কথা মাঠের জমিতে মাঠের অধিকার কৃষকদের হাতেই থাকবে কিনা। ফসলের ন্যায্য দাম পাবেন কিনা। মান্ডি থেকে ফড়েরাজ বিদায় হবে কিনা। তবেই আসবে কৃষক দিবসের সার্থকতা। আগামী কৃষক দিবসে যেন কৃষকরা বলতে পারেন আমাদের আর কিচ্ছু বলার নেই। কৃষক দিবসে রইল বিজনেস প্রাইম নিউজের অন্নদাতাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা।
কুশল শরিফ
বহরমপুর