Market

ব্যবসার পালে হাওয়া জোগাচ্ছে স্টার্ট আপ সংস্থাগুলি। ব্যতিক্রম নয় তথ্য প্রযুক্তি ক্ষেত্র। বিশেষ করে তথ্য প্রযুক্তির ছাতা সংগঠন ন্যাসকমের পরিসংখ্যান তো যথেষ্টই আশাব্যঞ্জক অন্তত এই বাংলার ক্ষেত্রে। সূত্রের খবর, রাজ্যের ২০০-র কাছাকাছি স্টার্ট আপের মধ্যে ৬৫টি সংস্থাই দ্বিতীয় পর্যায়ের অনুদানের যোগ্যতা অর্জন করেছে। বেসরকারি তথ্য-প্রযুক্তি ব্যবসায়ী সংগঠন ন্যাসকম এবং রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত স্টার্ট-আপ টাউনহল মিটিংয়ের শেষে আশাব্যঞ্জক তথ্য প্রকাশ করল ন্যাসকমের পূর্বাঞ্চলীয় শাখা।
ন্যাসকমের লক্ষ্য, গোটা দেশে তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তত ১০ হাজার বেসরকারি সংস্থা তৈরি করতে হবে। এর মধ্যে সাত বছরের চেষ্টায় রাজ্যে প্রায় ২০০টি এমন সংস্থা তৈরি হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, সেই স্টার্ট-আপ সংস্থাগুলোর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি সংস্থাই দ্বিতীয় পর্যায়ের অনুদানের জন্য উপযুক্ত হিসাবে বিবেচিত হয়েছে। অবশেষে, সাত বছরের চেষ্টায় এমন সাফল্য পেয়ে রীতিমতো খুশি ন্যাসকম।
যদিও ন্যাসকম জানিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে ই-কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরা যাবে। এর ফলে একই সঙ্গে দু’পক্ষই উপকৃত হবে।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ