Jobs

কিছুদিন আগেই দেশের আইটি সেক্টরের কর্মীদের মনে আতঙ্ক ধরিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ব্যাঙ্ক অফ আমেরিকা। যেখানে বলা হয়, ২০২২ সালের মধ্যে ৩০ লক্ষ কর্মী ছাঁটাই হতে পারে। যা দেশে বেকারত্বের গ্রাফকে আরও কিছুটা টেনে ওপরে তুলে দেবে বলেই আশঙ্কা প্রকাশ পায়। কিন্তু এই খবর প্রকাশিত হবার কয়েকদিনের মধ্যেই স্বস্তি দিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি বা ন্যাসকম। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, চলতি বছরেই আইটি সেক্টরে নিয়োগ করা হবে ৯৬ হাজার কর্মীদের। শুধু এই বছরই নয়, আগামী বছরে জারি থাকবে নিয়োগ প্রক্রিয়া। দু’বছর মিলিয়ে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার কর্মী নিয়োগ করবে ভারতীয় আইটি সেক্টর।
উল্লেখ্য, ব্যাঙ্ক অফ আমেরিকার কর্মী ছাঁটাইয়ের রিপোর্ট প্রকাশ পাবার পরেই দেশের আইটি সেক্টরে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়। জানা যায়, এই কোপ মূলত পড়তে চলেছে অদক্ষ শ্রমিক এবং বিপিও কর্মীদের ওপর। ভারতের আইটি সেক্টরে কাজ করেন প্রায় দেড় কোটি মানুষ। টিসিএস, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রার মত আইটি জায়ান্টগুলি কর্মী ছাঁটাই করে ব্যয় সংকোচন করতে পারে। যার দরুন সংস্থাগুলি বার্ষিক ১০০ বিলিয়ন ডলার বাঁচবে। কিন্তু দেখা গেল ব্যাঙ্ক অফ আমেরিকা এই খবর প্রকাশের পরেই একেবারে উল্টো পথে হাঁটল ন্যাসকম।
জানিয়ে দেওয়া হল, ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর হলেও এবং দেশের বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট অটোমেশনের পথে হাঁটলেও কর্মী সংখ্যা ৪.৫ মিলিয়ন। আগামীতেও একইভাবে কর্মী নিয়োগ করবে দেশের আইটি সেক্টর।
ব্যুরো রিপোর্ট