Daily

করোনার সেকেন্ড ওয়েভে নাস্তানাবুদ দেশ। সংক্রমণের হার কমলেও উদ্বেগ একেবারেই কমেনি। এই পরিস্থিতিতে দেশজুড়ে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এবার করোনাকে মোকাবিলা করার জন্য আসরে নামল কানাডার সংস্থা স্যানোটাইজ। তারা এনেছে এক ধরণের ন্যাসাল স্প্রে। সংস্থার দাবি, এই ন্যাসাল স্প্রে ৯৯.৯৯ শতাংশ করোনাকে ধ্বংস করতে পারবে। জানা গিয়েছে, এই স্প্রে আমেরিকা, কানাডা, ইসরায়েল, নিউজিল্যান্ডের মত বেশ কয়েকটি জায়গায় ট্রায়ালের মাধ্যমে সাফল্য এনেছে।
ব্রিটেনে এই ন্যাসাল স্প্রের প্রধান গবেষক স্টিফেন উইনচেস্টার জানান, ভাইরাস মোকাবিলায় এই স্প্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এই ন্যাসাল স্প্রে নাইট্রিক অক্সাইড দিয়ে তৈরি। নাইট্রিক অক্সাইড দেহের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিকে আটকে দেয়। স্বাভাবিকভাবেই নাকের মাধ্যমে দেহের ভিতর করোনার প্রবেশও আটকে যায়। এর ফলে ৭২ ঘন্টার মধ্যে ৯৯.৯৯ শতাংশ ভাইরাস ধ্বংস করে দেয়। তবে এই স্প্রে কবে নাগাদ ভারতে আসবে সেই নিয়ে এখনও মুখ খোলেন নি সংস্থার কর্তারা।
ব্যুরো রিপোর্ট