Daily

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। লঞ্চ করলো ডার্ট মিশন। গত বুধবার এই মিশন লঞ্চ করেছে তারা। আগামী একবছর ধরে এই অভিযান চালাবে তারা। পৃথিবীপৃষ্ঠের দিকে প্রায়ই ধেয়ে আসছে একের পর এক গ্রহাণু। আর এক প্রভাব কি সাংঘাতিক হতে পারে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন বিজ্ঞানীরা। আর তাই পৃথিবীপৃষ্ঠকে গ্রহাণুর আঘাত থেকে রক্ষা করতেই ডার্ট মিশন লঞ্চ করলো নাসা।
ডার্ট অর্থাৎ ডবল অ্যাস্টেরয়েডের রিডিরেকশন টেস্ট এর লক্ষ্য হলো, পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর গতিপথ পরিবর্তন করা বা পৃথিবীর দিকে ধাবমান গ্রহানুকে ভেঙে দেওয়া। এই অভিযানে মূলত একটি স্পেসক্র্যাফট গ্রহাণুর মুখোমুখি হয়ে তা ভেঙে দেবে অথবা গ্রহাণুর গতিপথ পরিবর্তন করে দেবে। বিশেষ পদ্ধতিতে তৈরি হয়েছে ডার্ট স্পেসক্র্যাফট। গ্রহাণুর সম্মুখীন হয়ে যাতে তাদের চূর্ণ বিচূর্ণ করতে এটি সক্ষম হয়, সেইরকম ভাবেই ডিজাইন করা হয়েছে এটিকে।
ডার্ট স্পেসক্র্যাফটের আয়তন একটি ছোট গাড়ির সমান। এটি ৪ মাইল/সেকেন্ড গতিবেগে একটি ক্ষুদ্র অবয়বে গিয়ে ধাক্কা মারবে। যা টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা।
ব্যুরো রিপোর্ট