Trending

মহাকাশে পৌঁছে গেল বাধাকপি, সর্ষের চারা। স্পেস স্টেশনে হবে চাষাবাদ আর তারই জন্য রীতিমত প্রস্তুতি নিতে শুরু করেছে নাসা।
জানা গিয়েছে, স্পেস স্টেশনে ফসল ফলাবার আশা নিয়ে জোড় পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন নাসার বিজ্ঞানীরা। তার জন্য পৃথিবী থেকে পাঠান হল চিনা বাধাকপি পাক চই-এর চারা। একইসঙ্গে পাঠানো হয়েছে সর্ষের চারাও। পৃথিবী ছাড়া আর কোথাও চাষবাস করা যাবে কিনা সেটাই খতিয়ে দেখার জন্য এমন উদ্যোগ নিয়েছে নাসা।
স্পেশ স্টেশনে থাকা মহাকাশচারীর জন্য পাক চই পাঠানো হয় খাওয়ার জন্য। কিন্তু ঐ মহাকাশচারী শুধু খাবেন বললে কম বলা হবে। তিনি পাক চই এর চারাও পুঁতবেন। পাঠানো হয়েছে সর্ষে এবং লেটুস পাতাও। স্পেস স্টেশনে পোঁতা হবে সেই সকল চারাও।
মহাকাশে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা বহুদিন ধরেই করে আসছে নাসা। এবার শুধু থাকা নয়, একেবারে কৃষিকাজ। চাঁদ এবং মঙ্গল মানুষের থাকার দ্বিতীয় ঠিকানা হতে পারে কিনা তার জন্য গবেষণা চালাচ্ছে তারা। শুধু থাকলেই তো হল না, খেতেও তো হবে। তাই স্পেস স্টেশনেই যদি কষিকাজ করা যায়, তবে এর মত ভালো পদক্ষেপ আর কি হতে পারে? এখন দেখার, মহাকাশে স্পেস স্টেশনে আদৌ ফসল ফলানো সম্ভব কিনা তবেই পরিশ্রম সফল হবে।
ব্যুরো রিপোর্ট